ঢামেক হাসপাতালের পাশে নবজাতকের মরদেহ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নার্সিং ক্যান্টিনের পাশ থেকে এক নবজাতকের (একদিন) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মোহসিন জানান, সকালে খবর পেয়ে ঢামেক নার্সিং ক্যান্টিনের পাশে থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। নবজাতকের আনুমানিক বয়স একদিন।
তিনি আরও জানান, নবজাতকটির কোমড় থেকে নিচের অংশ খাওয়া। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় কে বা কারা মৃত অবস্থায় নবজাতকটি ফেলে যায়। কোনো প্রাণী নবজাতকের নিচের অংশ খেয়ে ফেলেছে।
এরআর/বিএ/এমএস