হরতালে বাস-মিনিবাস চালানোর সিদ্ধান্ত


প্রকাশিত: ১১:১০ এএম, ২৯ অক্টোবর ২০১৪

জামায়াতের ডাকা তিন দিনের হরতালে বাস-মিনিবাস বাস চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক-পরিবহন সমিতি। বুধবার বিকেলে এক বিবৃতিতে ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ এ ঘোষণা দেন। এনায়েত উল্লাহ বলেন, রায়ের বিরুদ্ধে হরতাল আহবান করা আদালত অবমাননার শামিল। তাই আমরা এই হরতাল প্রত্যাখ্যান করছি।

তিনি বলেন, হরতালে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে। হরতালে গাড়ী চলাচল যেন বাধাগ্রস্থ না হয় সেজন্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য পুলিশ প্রশাসনকে আহবান জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।