গলায় মাছের কাঁটা বিঁধে প্রাণ গেল শিশুর

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৩ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২০
ফাইল ছবি

রাজধানীর শনিরআখড়ার পলাশপুরে গলায় মাছের কাঁটা বিঁধে মাহমুদুল হাসান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে বিকেল সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশু মাহমুদুলের বাবা মো. আনসার আজাদ জানান, সোমবার দুপুর ১২টার দিকে বাসাতে মায়ের সঙ্গে মাছ দিয়ে ভাত খায় মাহমুদুল। তখন তার গলায় মাছের কাঁটা বিঁধে যায়। এরপর বমি করতে করতে একপর্যায়ে ঘুমিয়ে পড়ে।

শিশুটির বাবা আরও জানান, বিকেলে ঘুম থেকে উঠে কথা বলতে পারছিল না মাহমুদুল। পরে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ছেলেকে মৃত ঘোষণা করেন।

আনসার আজাদের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার পশ্চিম বাজুর গাঁও গ্রামে। বর্তমানে ৭/১ পলাশপুর, শনির আখড়ায় পরিবার নিয়ে থাকেন।

ঢামেকে হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।