মঙ্গলবার কক্সবাজারে ‘ন্যাশনাল বিচ ক্লিনআপ’
‘মুজিববর্ষের অঙ্গীকার, সাগর রাখবো পরিষ্কার’ স্লোগান সামনে রেখে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হবে ‘ন্যাশনাল বিচ ক্লিনআপ-২০২০’ কর্মসূচি। সমুদ্রের পরিবেশ সংরক্ষণ বিষয়ক সংগঠন সেভ আওয়ার সি এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে এ কর্মসূচি।
বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচি কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে উদ্বোধন করার কথা রয়েছে। এ সময় উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এছাড়া উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা এবং ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীসহ পরিবেশ ও পর্যটন সংশ্লিষ্টদের।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান ও পর্যটকদের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে ‘ন্যাশনাল বিচ ক্লিনআপ-২০২০’ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সমুদ্রের সঙ্গে আমাদের আচরণ কেমন হওয়া উচিত কিংবা অপার সমুদ্র-সম্ভাবনাকে কাজে লাগিয়ে কীভাবে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করা যায়, সে বিষয়ে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ‘পর্যটন সম্প্রসারণ ও পরিবেশ সংরক্ষণে করণীয়’ শীর্ষক সেমিনারও অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল বিচ ক্লিনআপ-২০২০ কর্মসূচিতে আয়োজকদের সঙ্গে টিভি মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সময় টিভি, ডিবিসি নিউজ, যমুনা টিভি, চ্যানেল নাইন, চ্যানেল২৪। প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক সমকাল এবং অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে জাগোনিউজ২৪.কম ও বাংলাট্রিবিউন।
আইএইচএস/এমএফ/জেআইএম