বিএসটিআই’র লোগো দেখে পণ্য কেনার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২০

পণ্যের মানের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে বিএসটিআই’র লোগো ছাড়া পণ্য ক্রয় না করার পরামর্শ দিয়েছেন জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন।

তিনি বলেন, বিএসটিআই’র দায়িত্ব হচ্ছে বিভিন্ন পণ্য ও সেবার মান নিশ্চিত করা। পণ্য ও সেবার মান প্রণয়নের পাশাপাশি সরকার নির্ধারিত ১৮১টি পণ্যের অনুকূলে মান সনদ প্রদান এবং সেসব পণ্যের মান তদারকিরও দায়িত্ব বিএসটিআই’র।

সোমবার রাজধানীর তেজগাঁওয়ের বিএসটিআই প্রধান কার্যালয়ে বিএসটিআইতে শিক্ষা সফরের অংশ হিসেবে বিসিআইসি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনাকালে তিনি এসব কথা বলেন। এ সময় বিএসটিআই’র ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিসিআইসি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

jagonews24

মহাপরিচালক বলেন, মানসম্পন্ন পণ্যের নিশ্চয়তা বিধান বিএসটিআই’র দায়িত্ব। আমরা সে প্রচেষ্টা অব্যাহত রেখেছি। মানসম্পন্ন পণ্য নিশ্চিত করতে মান সনদ প্রদানের পর সেই মান অনুযায়ী বাজারে পণ্য পাওয়া যাচ্ছে কি-না কিংবা অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করা হচ্ছে কি-না, তা যাচাই করতে মোবাইল কোর্ট এবং সার্ভিল্যান্স টিম পরিচালনার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও বলেন, মানসম্পন্ন পণ্যের বিষয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে সম্প্রতি বিএসটিআইতে শিক্ষা সফরের ব্যবস্থা চালু করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এমইউএইচ/এমএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।