ছাত্রদল কর্মীকে প্রকাশ্যে গুলির অভিযোগ


প্রকাশিত: ০৯:৫৩ এএম, ০৮ অক্টোবর ২০১৫

রাজধানীতে রবিউল ইসলাম নামের এক ছাত্রদল কর্মীকে প্রকাশ্যে গুলির অভিযোগ পাওয়া গেছে।

গুলিবদ্ধ ওই ছাত্রদল কর্মীর অভিযোগ, বৃহস্পতিবার দুপুর দেড়টায় রাজধানীর মগবাজার এলাকায় পুলিশ তাকে আটক করে পায়ে গুলি করে।

গুলিবদ্ধ বরিউলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুপুর আড়াইটার দিকে ভর্তি করা হয়। সেখানে তিনি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

এবিষয়ে জানতে চাইলে রমনা থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমি এব্যাপারে কিছু জানি না। রবিউলকে হাসপাতালে আনতে বলা হয়েছে, তাই আমি নিয়ে এসেছি।

রবিউল ইসলাম জানান, তিনি মোহাম্মদপুরের একটি ওয়ার্ড ছাত্রদলের নেতা হিসেবে নিজেকে দাবি করেছেন।  তবে তিনি এটাও স্বীকার করেছেন যে তার নামে বেশ কিছু মামলা রয়েছে।

এসএ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।