মুজিববর্ষে গণমাধ্যমকর্মী ও সম্প্রচার কমিশন আইন চূড়ান্ত হবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৫ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২০

মুজিববর্ষে গণমাধ্যমকর্মী আইন ও জাতীয় সম্প্রচার কমিশন আইন চূড়ান্ত হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। রোববার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন সংস্থার চারটি ডিজিটাল সেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা তথ্য মন্ত্রণালয়ের কাজগুলো সঠিকভাবে পরিচালনার চেষ্টা করছি, আপনারা সবাই জানেন। আমাদের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ভাইদের জন্য যে জিনিসটি খুব বেশি জরুরি ও প্রয়োজনীয় প্রশ্ন- সেটা হলো গণমাধ্যমকর্মী আইনের কী হলো? সম্প্রচার আইনের কী হলো?

প্রতিমন্ত্রী বলেন, ইনশাআল্লাহ, খুব দ্রুতই হবে। মুজিববর্ষে আমরা গণমাধ্যমকর্মী আইন ও সম্প্রচার আইন (জাতীয় সম্প্রচার কমিশন আইন) সম্পন্ন করব। আজকের অনুষ্ঠানে আমি সেটা পুনর্ব্যক্ত করলাম।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী চলতি বছরের ১৭ মার্চ। ওই দিন (১৭ মার্চ) থেকে আগামী এক বছর সরকার মুজিববর্ষ হিসেবে পালন করবে।

আরএমএম/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।