২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ গড়তে সরকার বদ্ধপরিকর


প্রকাশিত: ০৯:১৩ এএম, ০৮ অক্টোবর ২০১৫
ছবি - বিপ্লব দিক্ষিৎ

২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ইকুয়িটি বিডি আয়োজিত `শুধু মধ্যম আয়ের দেশ নয় বরং মধ্যম ও উন্নত মানের জীবন যাত্রার দেশ চাই’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধান কয়েকটি সমস্যার মধ্যে একটি হলো দারিদ্র্যতা আর দারিদ্র্যতা দূরীকরণে ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

২০৩০ সালের দিকে দেশের জনসংখ্যা ২২ কোটির কাছাকাছি পৌঁছাবে এমন মন্তব্য করে ইকুয়িটিবিডির কো-অর্ডিনেটর জিয়াউল হক মুক্তা বলেন, মধ্যম আয়ের দেশ হলে গরীব মানুষের কোনো উন্নতি হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। কারণ দেশে ভূমিহীনের সংখ্যা দিন দিন বাড়ছে। তাছাড়া জনসংখ্যা হ্রাসের যে প্রকল্প সরকার হাতে নিয়েছে তারও কোনো প্রতিফলন পাওয়া যায়নি।

আলোচনায় অংশ নেয়া বক্তারা বলেন, জনগণের জীবন-মান উন্নয়নের লক্ষ্যে প্রবৃদ্ধির পুনঃবন্টন ও বিনিয়োগের দিকে নজর দিতে হবে। তাহলে বাংলাদেশ মধ্যম আয়ের দেশের পাশাপাশি এদেশের মানুষের মধ্যম মানের জীবনযাত্রাও নিশ্চিত হবে।

কোস্ট ট্রাস্ট্রের সভাপতি রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- এলডিসি ওয়াটের কো-অর্ডিনেটর গৌরি প্রধান ও অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর প্রেমা বোমজান, মোস্তফা মোনয়ার প্রমুখ।

এএস/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।