কবি নয়ীম গহরের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক


প্রকাশিত: ০৮:৪৩ এএম, ০৮ অক্টোবর ২০১৫

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে প্রেরণা জাগানো কালজয়ী গীতিকবি নয়ীম গহর এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক শোক বাণীতে উপাচার্য এ শোক জ্ঞাপন করেন।

শোকবাণীতে উপাচার্য বলেন, দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘স্বাধীনতা পদক’ প্রাপ্ত নয়ীম গহর একাধারে গীতিকার, ঔপন্যাসিক, গায়ক, নায়ক, নাটক রচয়িতা, বিবিসির [লন্ডন] বাংলা ভাষ্যকার, খবর পাঠক, চিত্রকরসহ বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। আজীবন তিনি সংস্কৃতি অঙ্গনের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছিলেন। সর্বমহলে পরিচিতি পেয়েছিলেন আধুনিক ও মুক্তিযুদ্ধের গণজাগরণী গান রচনার মধ্য দিয়ে।

উপাচার্য আরো বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় তার লেখা `নোঙ্গর তোলো তোলো`, `সাগর পাড়িতে ঝড় জাগে যদি`, `পুবের ঐ আকাশে সূর্য উঠেছে`, `জয় জয় জয় জয় বাংলা` সহ অসংখ্য গণজাগরণী গান স্বাধীনতাপ্রেমী মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা যুুুগিয়েছে। বরেণ্য এই সঙ্গীতজ্ঞ’র মৃত্যুতে দেশের সংস্কৃতি অঙ্গণে যে শূন্যতার সৃষ্টি হলো তা পূরণ হবার নয়। জাতি তার অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণে রাখবে। উপাচার্য প্রয়াত শিল্পীর আত্মার শান্তি কামনা করেন এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। ১৯৫৫ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকে প্রথম স্থান অধিকার করেন। ২০১২ সালে তিনি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘স্বাধীনতা পদক’ অর্জন করেন।

এমএইচ/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।