সালাউদ্দিনের বেহালায় একুশের সুরে মুগ্ধ শ্রোতারা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১০ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২০

পুরান ঢাকার সালাউদ্দিনের ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি?’- সুরে মাতোয়ারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরতে আসা ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে যাওয়া লোকজন। বেহালার সুরে তিনি এই গান ছাড়াও আরও বিভিন্ন দেশাত্মবোধক গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করছেন ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই চিত্র দেখা গেছে।

সালাউদ্দিন জানান, দীর্ঘ ৪০ বছর ধরে তিনি বেহালা বাজাচ্ছেন। বেহালা বাজানো ছাড়াও এই যন্ত্র বিক্রি করেন তিনি। এমনকি নিজেই এই বাদ্যযন্ত্র তৈরি করেন।

পুরান ঢাকার এই বাসিন্দা আরও জানান, তার বিক্রি ভালোই হয়। চানখাঁরপুলে দুই সন্তান নিয়ে বলতে গেলে সুখেই আছেন তিনি।

দেখা গেল, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সুরের টানে উৎসুক দর্শনার্থীরা তাকে ঘিরে ধরেছেন। সাংবাদিকরাও সাক্ষাৎকার নেন। কেউ কেউ আবার তার সঙ্গে সেলফি তোলেন। সেখানে ক্রেতারা জানান, হাতে বানানো এই বেহালা তারা ১০০ টাকা দরে কিনে নিচ্ছেন।

মিরপুর থেকে আসা কবির উদ্দিন নামে একজন জানান, সচরাচর এই সুর তেমন আর শোনা যায় না। তাই এটি শুনে খুবই ভালো লাগছে। তিনি বলেন, ‘এটি আমাদের সংস্কৃতির একটি অংশ। কিন্তু এই সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে।’

এইচএস/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।