বাংলাদেশিদের লিবিয়া ভ্রমণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কতা


প্রকাশিত: ০৭:৩০ এএম, ০৮ অক্টোবর ২০১৫

বাংলাদেশি নাগরিকদের যুদ্ধবিধ্বস্ত লিবিয়া সফর না করতে কঠোরভাবে সতর্ক করে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- লিবিয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে এ নিয়ে নতুন করে নির্দেশনা জারি করা না পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের লিবিয়া সফর থেকে বিরত থাকার অনুরোধ করা যাচ্ছে।

উল্লেখ্য, এ বছরের জুলাই মাসে লিবিয়ায় বাংলাদেশ মিশন প্রত্যাহার করে নেয়া হয়। সেখানকার কর্মকর্তা ও কর্মীদের তিউনিসিয়ায় স্থানান্তর করা হয়। প্রায় ৪০ হাজার বাংলাদেশি বর্তমানে সেখানে অনিশ্চয়তায় জীবনযাপন করছেন।

এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।