আর্জেন্টিনাকে টপকে শীর্ষে ব্রাজিল


প্রকাশিত: ০৭:০৭ এএম, ০৮ অক্টোবর ২০১৫

দক্ষিণ আমেরিকান অঞ্চলে সবচেয়ে ব্যয়বহুল দল হিসেবে আর নিজেদের ধরে রাখতে পারলো না আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকান অঞ্চলে সবচেয়ে ব্যয়বহুল দল হিসেবে আর্জেন্টিনাকে টপকে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। ব্রাজিলের সর্বমোট বাজারমূল্য ৪৬৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বর্তমান আর্জেন্টাইন দলের থেকে ২৫ মিলিয়ন বেশী। খেলোয়াড়দের মার্কেট ভ্যালু বিবেচনা করে প্রতিবছরই এই জরিপ চালানো হয়।

বিশেষায়িত ফুটবল সাইট ট্রান্সফারমার্কেট প্রকাশিত এক পরিসংখ্যান অনুযায়ী এফসি বার্সেলোনার ফরোয়ার্ড লিয়নেল মেসি বিশের সবচেয়ে দামী ফুটবলার। মেসির বর্তমান ট্রান্সফার মূল্য ১২০ মিলিয়ন ইউরো। ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাইপর্বে আপাতত খেলতে পারছেন না লিয়নেল মেসি। সে কারণেই বাছাইপর্বে আর্জেন্টিনার বাজারমূল্যের অবনতি হয়েছে।

খেলোয়াড়দের বাজারদর হিসেবে দক্ষিণ আমেরিকার তৃতীয় ব্যয়বহুল দেশ হচ্ছে কলম্বিয়া। এই অঞ্চলের অপর দলগুলো হলো উরুগুয়ে (১৫১ মিলিয়ন ডলার), চিলি (১১৯ মিলিয়ন), ইকুয়েডর (৭৪ মিলিয়ন), পেরু (৫০ মিলিয়ন), ভেনিজুয়েলা (৪২ মিলিয়ন) ও প্যারাগুয়ে (৩৮ মিলিয়ন)। মাত্র ৫.৬ মিলিয়ন মার্কেট ভ্যালু নিয়ে এই অঞ্চলের সবচেয়ে নীচু সারির দল হচ্ছে বলিভিয়া।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।