বাণী-বচন : ০৮ অক্টোবর ২০১৫
বাণী:
ভোজন
দিবসক ভোজনে বর্ষ না আট।– বিদ্যাপতি
ভালো ভোজ বুদ্ধিকে তীক্ষ্ণ ও নরম করে।– ডোরান
পেটুকের ভালো লাগা আর রসিকের ভালো লাগা এক নয়।– রবীন্দ্রনাথ ঠাকুর
ভোজ ব্যবসা-বাণিজ্যের পথ মসৃণ করতে সাহায্য করে।– সেন্ট ওয়েল
যে প্রতিদিন ভোজ খায় সে কোনো দিনই ভোজ খায় না।– সি. সিমোন্স
বচন:
এত কইরা করি ঘর
তাতেও তারা ভাবে পর।
অর্থ : অতিরিক্ত কাজ করার পরে কর্তাব্যক্তিরা খুশি না হলে- এ কথা বলা হয়।
এইচআর/এআরএস/পিআর