কচুরিপানা নিয়ে গবেষণা করতে বলেছি, খেতে বলিনি: পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, তিনি কচুরিপানা নিয়ে গবেষণার কথা বলেছেন, খাওয়ার জন্য বলেননি।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ কথা জানান।
এর আগে সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে কচুরিপানা নিয়ে গবেষণার তাগিদ দিয়ে বক্তব্য রাখেন মন্ত্রী।
সে প্রসঙ্গ টেনে এম এ মান্নান বলেন, ‘গবেষণা হলো সীমাহীন। গবেষণার কোনো সীমিত বিষয় থাকতে পারে? তাহলে গবেষণা হইল কোথায়? আমি বলেছিলাম, কচুরিপানা নিয়ে গবেষণা করেন।’
‘আমি কি বলেছি, বাংলার মানুষ আপনারা সবাই কচুরিপানা খান? আমি কি বাংলার মানুষ নই? আমার বাবা-মা কি বাংলার মানুষ নন? এটা কি ধরনের কথা?’- বলেন মন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী একনেক সভার তথ্য তুলে ধরে বলেন, সভায় ১৩ হাজার ৬৩৯ কোটি ১ লাখ টাকা খরচে ৯টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকার দেবে ৮ হাজার ৮৮৬ কোটি ৪৪ লাখ, সংস্থার নিজস্ব অর্থায়ন ২৯৩ কোটি ১৬ লাখ এবং বৈদেশিক ঋণ ৪ হাজার ৪৫৯ কোটি ৪১ লাখ টাকা। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়।
পিডি/এইচএ/পিআর