অবৈধ স্থাপনা উচ্ছেদে মোহাম্মদপুরে ডিএনসিসির অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৪ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২০

অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর মোহাম্মদপুরে চন্দ্রিমা উদ্যান হাউজিংয়ের প্রধান সড়ক ও ১ নম্বর সড়কে উচ্ছেদ অভিযান এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ডিএনসিসির অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেনের নেতৃত্বে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

Campaign

অভিযান চলাকালে সটকে পড়া প্রায় ১২০ দোকানের সাইনবোর্ড অপসারণ করা হয়েছে। ট্রেড লাইসেন্স না থাকায় দুটি দোকান থেকে মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ফুটপাত ও সড়কে নির্মাণ সামগ্রী রাখার অপরাধে তিনটি হোল্ডিং থেকে ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ট্রেড লাইসেন্স প্রদর্শন করতে না পারায় সরিষার তেল প্রস্তুতকারী 'রওজা ফুড'র কারখানা সিলগালা করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনের জন্য প্রতিষ্ঠানটিকে তিন দিনের সময় দেয়া হয়েছে। অন্যথায় নিয়মিত মামলা করা হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এএস/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।