স্বামীর কুকীর্তি ক্যামেরাবন্দি করে ফাঁসলেন সৌদি নারী (ভিডিও)


প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ০৭ অক্টোবর ২০১৫

রান্নাঘরে গৃহকর্মীকে যৌননির্যাতন করছে স্বামী এমন দৃশ্যের ভিভিও গোপন ক্যামেরায় ধারণ করে ফেঁসে গেলেন এক সৌদি নারী। ভিডিওতে যদিও দেখা যাচ্ছে, ওই নারীর স্বামী জোরপূর্বক গৃহকর্মীকে চুম্বনের চেষ্টা করছে আর গৃহকর্মী তাকে নিবৃত রাখার চেষ্টা করছেন।

তারপরও এ ভিডিওটি ইউটিউবে আপলোড করার ফলে ওই নারীর বিরুদ্ধে স্বামীর মানহানির অভিযোগ উঠেছে। গত ১২ ঘণ্টায় আরব বিশ্বে ভিডিওটি ২৫ হাজারেরও বেশি শেয়ার হয়েছে।

মাজিদ কররোব নামে দেশটির একজন আইনজীবী একটি স্থানীয় পত্রিকাকে বলেছেন, তথ্য-প্রযুক্তি আইনে ওই নারীর এক বছরের জেল অথবা পাঁচ লাখ রিয়াল জরিমানা হতে পারে।

তবে স্বামীর কি বিচার হবে সে বিষয়ে কিছুই জানা যায়নি।



এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।