শিশুদের মৌলিক চাহিদা পূরণে সরকার বদ্ধপরিকর : মেহের আফরোজ


প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ০৭ অক্টোবর ২০১৫

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, দেশের টেকসই উন্নয়ন অর্জন করতে হলে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠায় আরও বেশি গুরুত্ব দিতে হবে। বুধবার রাজধানীর শ্যামলীতে লায়ন্স ক্লাবের উদ্যোগে ‘লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল’এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকার শ্যামলী শিশু মেলায় ‘সুবিধাবঞ্চিতদের শিক্ষা উপকরণ বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ । তাদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে। সমাজের সর্বস্তরের সকলকে শিশুদের, বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নে একযোগে কাজ করে যাবার মানসিকতা তৈরি করতে হবে।
 
তিনি বলেন, শিশুদের অধিকার ও নিরাপত্তায় সরকার সংবিধানে শিশুদের অধিকারের বিষয়টি গুরুত্ব সহকারে সম্পৃক্ত করেছে। শিশুদের সুরক্ষায় আইন প্রণয়ন ও তা বাস্তবায়নের উপরও গুরুত্বারোপ করে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।

তিনি  আরো বলেন, দেশে মোট জনসংখ্যার শতকরা প্রায় ৪৪ ভাগ শিশু । এদের জন্য বাসযোগ্য সুন্দর পৃথিবী বিনির্মাণ করতে এখন থেকেই নানা উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। তিনি সমাজের সর্বস্তরের বিশেষ করে সুবিধাবঞ্চিত সকল শিশুর অধিকার রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানান।

লায়ন বনশ্রী বিশ্বাস স্মৃতিকণার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,লায়ন জেলা ৩১৫ বি এর গভর্নর লায়ন ওয়াহিদুজ্জামান বাবর এবং সম্মানিত অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার এম এ আউয়াল। এতে অন্যান্যের লায়ন মো. জুনায়েদ ইকবালও বক্তব্য রাখেন।

প্রায় পাঁচশ সুবিধাবঞ্চিত শিশু শিশুমেলার বিভিন্ন রাইডে চড়ে আনন্দ উপভোগ করে।

জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।