খুলনায় সাবেক এমপির বাসা থেকে গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার


প্রকাশিত: ০৩:২১ পিএম, ০৭ অক্টোবর ২০১৫

খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোল্লা জালাল উদ্দিনের পুত্রবধূ সনিয়া রাব্বি সুলতানা লিপি (৩৫) গুলিতে নিহত হয়েছেন। নগরীর খুলনা সদর থানাধীন পুলিশ লাইন্স রোডের নিজ বাড়ির ৫তলার একটি কক্ষে বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিজেদের শর্টগান নিয়ে রসিকতা করতে গিয়ে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। গুলি বর্ষণকারী মোল্লা জালালের ভাইয়ের ছেলে মাওলানা হেদায়েত হোসেন পলাতক রয়েছেন। হেদায়েত খুলনার ইসলামিক ফাউন্ডেশনের চাকরি করেন বলে জানান মোল­া জালাল।

খুলনা সদর থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, সাবেক এমপি মোল্ল­া জালালের বড় ছেলে কামাল উদ্দিন সিদ্দিকী হেলালের স্ত্রী লিপি, তার ছোট বোন আঁখি ও মোল­া জালালের ভাইপো হেদায়েত একটি কক্ষে বসে গল্প করছিলেন। ওই কক্ষে থাকা একটি শর্টগান নিয়ে রসিকতা করতে গিয়ে হেদায়েত গুলি চালালে গুলিটি লিপির মাথায় বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

শর্টগানটি মোল্ল­া জালালের বড় ছেলে হেলালের নামে লাইসেন্স করা। হেলাল তার মাকে নিয়ে সৌদি আরবে রয়েছেন হজব্রত পালনের জন্য। নিহত লিপির একমাত্র সন্তান রাফসান (৯) খুলনা জিলা স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করছিল পুলিশ।

এমএএস/পিআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।