ফজলুল হক ববির নতুন পরীক্ষা নিয়ন্ত্রক


প্রকাশিত: ০২:৩৯ পিএম, ০৭ অক্টোবর ২০১৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পরীক্ষা নিয়ন্ত্রক পদে যোগদান করেছেন বিএম কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. ফজলুল হক। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম. ইমামুল হক তাকে এ পদে নিয়োগ দেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ সূত্রে জানা যায়, সম্প্রতি অনুষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩২তম সিন্ডিকেট সভায় প্রফেসর ফজলুল হককে এক বছরের জন্য চুক্তিভিত্তিক পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ দেয়া হয়। প্রফেসর ফজলুল হক সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ ও সরকারি ব্রজমোহন কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এবং পরে একই কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মুহসিনউদ্দীন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করে আসছিলেন।

সাইফ আমীন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।