জবির ভর্তি পরীক্ষা : মুখোমুখি প্রশাসন-শিক্ষক সমিতি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষক সমিতি মুখোমুখি অবস্থান নিয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর এবং শিক্ষক সমিতির গণমাধ্যমে পাঠানো পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা, স্বতন্ত্র পে-স্কেল, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও উচ্চ শিক্ষা কমিশন গঠনের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ৩১ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষার কার্যক্রমে অংশগ্রহণ না করার সিদ্বান্ত নিয়েছে শিক্ষক সমিতি ।
এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, ০৯ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থগিত করে নাই।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রা্ন্ত সমস্যা সমাধানে বৃহস্পতিবার সকাল ১০টায় জবি উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান একাডেমিক কাউন্সিলের জরুরি সভা আহ্বান করেছেন।
সু্ব্রত মণ্ডল/জেডএইচ/পিআর