বাসি মাংসে রং দিয়ে টাটকা বলে বিক্রি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৮ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২০

কয়েক দিনের ফ্রিজে রাখা বাসি মাংস কেমিক্যালের রং মিশিয়ে টাটকা বলে বিক্রি করছে রাজধানীর কাপ্তানবাজারের আলমগীরের গোস্ত বিতান।

রোববার কাপ্তানবাজারে অভিযান চালিয়ে এর প্রমাণ পায় বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম। এসময় আলমগীরের গোস্ত বিতানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। এসময় সার্বিক সহযোগিতা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের প্রতিনিধিরা ।

PIC-3.jpg

আব্দুল জব্বার মণ্ডল জাগো নিউজকে জানান, কাপ্তানবাজারের মাংস বিক্রেতা আলমগীর দীর্ঘদিন ধরেই খাসির বাসি মাংসে রক্ত আর কেমিক্যাল রং মিশিয়ে টাটকা বলে বিক্রি করছে। এ ধরনের অভিযোগ বেশ কয়েকজন মৌখিক ও লিখিতভাবে আমাদের জানিয়েছেন। ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে আজ (রোববার) অভিযান চালানো হয়। এসময় বাসি মাংসে রং ও রক্ত মিশিয়ে বিক্রির হাতেনাতে প্রমাণ পেয়েছি। ভোক্তার সাথে প্রতারণা করে মাংস বিক্রি করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ করলে আইনানুযায়ী কঠোর শাস্তির বিষয়ে তাকে অবহিত করা হয়েছে।

এদিকে সূত্রাপুর ও ওয়ারী এলাকায় আরও তিনটি অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এর মধ্যে পেঁয়াজের মূল্য তালিকা না থাকায় তাজমহল বাণিজ্যালয়কে তিন হাজার, ভেজাল ও বাসি খাবার বিক্রির দায়ে প্রিন্স রেঁস্তোরাকে পাঁচ হাজার এবং মাংসের দাম বেশি রাখায় কোহিনুরের মাংসের দোকানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

এসআই/এমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।