শাকিরাকে নিয়ে খেলবে বাচ্চারা
নিজের নামের খেলনা বার করতে চলেছেন শাকিরা। শিশুদের জন্য এবার খেলনা তৈরি করবেন তিনি। ইতিমধ্যে কাজ এগিয়ে গিয়েছে অনেকটাই। আগামী মাস থেকেই বাজারে মিলবে এই খেলনা। এই কারণে তিনি হাত মিলিয়েছে খেলনা তৈরির সংস্থা ফিশার প্রাইসের সঙ্গে।
কন্ট্যাক্ট মিউজিয়াম ডটকম জানিয়েছে, শাকিরা ছয় রকমের খেলনা বানাবেন। এরমধ্যে থাকবে বাউন্সার, ফুটবল, বর্ণমালা ব্লক। এই খেলনা বিক্রি করে তার লাভের ৩৭ শতাংশ তিনি ব্যয় করবেন কলম্বিয়ার দুঃস্থ শিশুদের উদ্দেশ্যে।
সংবাদ মাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে শাকিরা বলেন, আমার এই খেলনাগুলি শুধু নিছক খেলনা নয়। এগুলি শিশুদের মেধা শক্তিকেও বাড়িয়ে তুলবে। আমি আমার ছেলেসহ অনেক বাচ্চাকে দেখেছি তারা সহজে পড়াশোনা করতে চায় না, কিন্তু আমার এই খেলনাগুলি খেলতে খেলতে বাচ্চাদের পড়াবে।