পুত্রবধূ হত্যা মামলায় শ্বশুর গ্রেফতার


প্রকাশিত: ১২:৪৪ পিএম, ০৭ অক্টোবর ২০১৫

যৌতুকের টাকা না পেয়ে বগুড়ার ধুনট উপজেলায় পুত্রবধূকে হত্যা মামলায় শ্বশুর বাদু তরফদারকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ৩টার দিকে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ শেরপুর উপজেলার পারভবানিপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। এরপর বুধবার সকাল ১০টার দিকে তাকে বগুড়া আদালতে পাঠানো হয়। বাদু তরফদার উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কাদাই গ্রামের মৃত আব্দুল জুব্বার তরফদারের ছেলে।

পুলিশ জানান, ধুনট উপজেলার পারলক্ষীপুর গ্রামের ভুলু সরকারের মেয়ে কুলসুম খাতুনের প্রায় ১৫ বছর আগে কাদাই গ্রামের বাদু তরফদারের ছেলে চাঁন মিয়ার সাথে বিয়ে হয়। বিয়ের পর তাদের দাম্পত্ত জীবনে কোনো সন্তান হয়নি।
এ কারণে চাঁন মিয়া শ্বশুরের কাছে ৩ লাখ টাকা যৌতুকের দাবি করে। টাকা না পেলে কুলসুম খাতুনকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করবে বলে চাঁন মিয়া হুমকিও দেয়।

এ ঘটনার জের ধরেই রোববার সকাল ৭টার দিকে গৃহবধু কুলসুমকে মারপিট ও ছুরিকাঘাত করে তার স্বামী, দেবর ও শ্বশুর-শ্বাশুড়ি। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৭টার দিকে মারা যান কুলসুম খাতুন। ঘটনার পর থেকে নিহত গৃহবধূর শ্বশুর বাদু তরফদার পলাতক ছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধুনট থানা পুলিশের এসআই ফারুক হোসেন জানান, এ ঘটনায় ভুলু সরকার বাদী হয়ে নিহত গৃহবধুর স্বামী, দেবর, যা ও শ্বশুর-শ্বাশুড়ির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত ৫নং আসামি হিসেবে বাদু তরফদারকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

লিমন বাসার/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।