কর্মকর্তা-কর্মচারীদের বদলি সম্পর্কে জানতে চান এমপিরা


প্রকাশিত: ১১:৪৬ এএম, ০৭ অক্টোবর ২০১৫

মাঠ পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের পদায়ন ও বদলির সম্পর্কে স্থানীয় সংসদ সদস্যদের জানানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এছাড়া যে সকল সরকারি কর্মকর্তাদের মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা ও দেশপ্রেমে ঘাটতি পরিলক্ষিত হবে তাদের পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে সতর্কতামূলক দৃষ্টি রাখার পরামর্শ দেয়া হয়।

জাতীয় সংসদ ভবনে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটি সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সুকুমার রঞ্জন ঘোষ, মুস্তফা লুৎফুল্লাহ এবং খোরশেদ আরা হক অংশ নেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান জাগো নিউজকে বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা কখন বদলি হচ্ছেন তা স্থানীয় এমপিরা জানেন না। এটি জানা দরকার। এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের পদায়নের ব্যাপারেও এমপিদের জানানোর সুপারিশ করা হয়েছে।

বৈঠকে দশম অধিবেশনে উত্থাপিত ‘গণকর্মচারী (বিদেশি নাগরিকের সহিত বিবাহ) বিল, ২০১৫’ পরীক্ষা নিরীক্ষা করা হয়। বিলটি আগামী অধিবেশনে রির্পোট হিসেবে উত্থাপন করা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চীন ও ভিয়েতনাম সফর সম্পর্কে আলোচনা করা হয় বৈঠকে। বিদেশে নির্দিষ্ট প্রশিক্ষণ গ্রহণ করে অন্য কর্মস্থলে বদলি হয়ে সরকারের আর্থিক ক্ষতি ও প্রশাসনে অদক্ষতা যাতে না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখার সুপারিশ করা হয়।

বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট  ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইচএস/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।