রাজধানীতে দুই শিশুসহ মায়ের মরদেহ উদ্ধার
রাজধানীর দক্ষিণখান থানার কেসি স্কুলের পেছনে একটি আবাসিক ভবন থেকে দুই শিশুসহ মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে খবর পেয়ে দক্ষিণখান থানার পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সর্বশেষ খবর অনুযায়ী নিহতদের নাম-পরিচয় ও ঘটনার মোটিভ পরিষ্কার কিছু জানা যায়নি।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার নাবিদ কামাল শৈবাল বলেন, দুই শিশুসহ মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে বাড়ির গৃহকর্তাকে এখনও খোঁজে পায়নি পুলিশ। এটি আত্মহত্যা না হত্যাকাণ্ড তা এখনই বলা যাচ্ছে। তদন্ত সাক্ষেপে তা বলা যাবে।
জেইউ/জেএইচ/পিআর