রাজধানীতে দুই শিশুসহ মায়ের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৮ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২০

রাজধানীর দক্ষিণখান থানার কেসি স্কুলের পেছনে একটি আবাসিক ভবন থেকে দুই শিশুসহ মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে খবর পেয়ে দক্ষিণখান থানার পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সর্বশেষ খবর অনুযায়ী নিহতদের নাম-পরিচয় ও ঘটনার মোটিভ পরিষ্কার কিছু জানা যায়নি।

পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার নাবিদ কামাল শৈবাল বলেন, দুই শিশুসহ মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে বাড়ির গৃহকর্তাকে এখনও খোঁজে পায়নি পুলিশ। এটি আত্মহত্যা না হত্যাকাণ্ড তা এখনই বলা যাচ্ছে। তদন্ত সাক্ষেপে তা বলা যাবে।

জেইউ/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।