বিদেশি নাগরিক হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে


প্রকাশিত: ০৮:৫১ এএম, ০৭ অক্টোবর ২০১৫
ফাইল ছবি

দুই বিদেশি নাগরিক হত্যায় যারাই জড়িত থাকুক না কেন, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বুধবার জাতীয় প্রেসক্লাবে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ প্রতিষ্ঠিত ১৪ দলীয় জোটের অন্যতম শরীক বাংলাদেশ গণ আজাদী লীগের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নাসিম বলেন, এ সরকারের আমলে সব হত্যাকারীদের বিচার হয়েছে এবং হচ্ছে। দুই বিদেশি নাগরিক হত্যাকারীদেরও বিচার হবে। দেশের বিরুদ্ধে যত চক্রান্ত ষড়যন্ত্র হোক না কেন কোন লাভ হবে না। দেশের উন্নয়ন এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ার এ সরকারের যে লক্ষ্য তা বাস্তবায়ন হবেই।

তিনি বলেন,  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে থাকা অবস্থায় দেশে পরপর দুই জন বিদেশি নাগরিককে হত্যা করা হয়েছে। এ হত্যার ঘটনায় কারা জড়িত, কাদের যোগসূত্র আছে তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ এবং ‘টেকসই উন্নয়নে আইসিটি পুরস্কার’ পাওয়ার প্রসঙ্গ তুলে নাসিম বলেন, যখনই দেশে বড় কোনো অর্জন আসে, তখনই দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী এ ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়।

বিএনপির রাজনীতির প্রসঙ্গ তুলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি এক সময় মুক্তিযুদ্ধের কথা বলে অন্যসময় তারাই জামাতের পক্ষ অবলম্বন করে তাই তারা আজ জনবিচ্ছিন্ন দলে পরিনত হয়েছে।

সংগঠনের সাধারন সম্পাদক এস কে সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারন সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি (জেপি) শেখ শহিদুল ইসলাম, ন্যাপের সাধারন সম্পাদক এনামুল হক, বাংলাদেশ গণ আজাদী লীগের সাংগঠনিক সম্পাদক এ এস এ বারী, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আতাউল্লাহ খান প্রমুখ।

এএস/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।