খিলগাঁওয়ে অস্ত্র-গুলিসহ ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৯ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২০
ফাইল ছবি

রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ। গ্রেফতার অস্ত্র ব্যবসায়ীর নাম তারিফ হোসেন (৩৩)। তিনি একটি মামলার এজাহারভুক্ত আসামিও।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খিলগাঁও দক্ষিণ গোড়ান এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় ১টি বিদেশি পিস্তল, ১টি রিভলবার ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

সুবজবাগ জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. রাশেদ হাসান জানান, খিলগাঁও থানার দক্ষিণ গোড়ানের একটি বাসায় আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদে মুগদা থানা পুলিশের একটি টিম নিয়ে অভিযান চালায়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তারিফ হোসেনকে অস্ত্র ও গুলিসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতার তারিফ খিলগাঁও থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি। খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা এলাকাসহ ঢাকার বিভিন্ন এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল তারিফ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অস্ত্র ও গুলিসহ গ্রেফতারের পর তার বিরুদ্ধে খিলগাঁও থানায় নতুন একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

জেইউ/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।