হোশির মরদেহ নেয়নি জাপানি প্রতিনিধি দল


প্রকাশিত: ০৫:৫৮ এএম, ০৭ অক্টোবর ২০১৫

জাপানি নাগরিক হোশি কুনিও হত্যাকাণ্ডের ঘটনায় জাপান দূতাবাসের প্রতিনিধি দল রংপুরে এলেও হোশির মরদেহ গ্রহণ করেননি তারা। মঙ্গলবার রাতে চার সদস্যের জাপানি প্রতিনিধি দল ফরেনসিক বিভাগের মর্গে যান।

সেখানে দেড় ঘণ্টা পর্যবেক্ষণ শেষে বেরিয়ে গেলেও মরদেহ হস্তান্তরের বিষয়ে কোনো স্বিদ্ধান্ত জানাননি। এসময় প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন, ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. রফিকুল ইসলাম প্রমুখ।

মর্গ থেকে বেরিয়ে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল ফারুক মঙ্গলবার রাত সাড়ে ১০টায় সাংবাদিকদের জানিয়েছেন, এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি পরে সাংবাদিকদের জানানো হবে।

এর আগে কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে রাত সাড়ে আটটায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে হোসির মরদেহ পর্যবেক্ষণের জন্য আসেন জাপানের চার সদস্যের প্রতিনিধি দল।

তারা প্রায় দুই ঘণ্টা মর্গের হিমঘরে মরদেহের পর্যবেক্ষণ এবং বিভিন্ন তথ্য লিপিবদ্ধ ও আলামত সংগ্রহ করেন।
 
এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।