আইএস দমনে জাপান অংশ নেয়ায় হোসি কোনিওকে হত্যা
সিরিয়া ও ইরাকে আইএসের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটের অভিযানে জাপান অংশ নেয়ায় বাংলাদেশে হোসি কোনিওকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। জঙ্গি সংগঠন আইএসের পরিচালিত একটি ইন্টারনেট রেডিও স্টেশন এ দাবি করেছে বলে জানিয়েছে জাপানের সরকারি গণমাধ্যম এনএইচকে।
এনএইচকে প্রতিবেদনে জানানো হয়, আইএস দ্বারা পরিচালিত একটি ইন্টারনেট রেডিও স্টেশন গ্রুপ বাংলাদেশের একজন জাপানি নাগরিক হত্যার জন্য দায়ি বলে দাবি করেছে। ৬৬ বছর বয়সি হোসি কোনিও বাংলাদেশের উত্তরাঞ্চলে অজ্ঞাত পরিচয় হামলাকারীরা গুলিতে নিহত হন। পরে একই দিনে, ইসলামিক স্টেট অব বাংলাদেশ শাখা হত্যার দায় দাবি করে বিবৃতি দেয়।
এদিকে গত রোববারও ইন্টারনেট রেডিও স্টেশনে স্বঘোষিত স্থানীয় শাখা এক অভিন্ন বিবৃতি প্রচারিত হয়। বিবৃতিতে বলা হয়, আইএসের বাংলাদেশ শাখার সদস্যরা জাপানি নাগরিককে খুঁজে বের করে এবং গুলি করে হত্যা করে। কারণ, আইএস গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীতে অংশ নিচ্ছে জাপান।
তবে এ বিবৃতিটির বিশ্বাসযোগ্যতা এখনও যাচাই করা সম্ভব হয়নি বলেও জানিয়েছে জাপানের সরকারি গণমাধ্যম এনএইচকে।
আরএস/এমএস