রাউজানে পুকুর থেকে মুক্তিযোদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২০
ফাইল ছবি

চট্টগ্রামের রাউজানে একটি পুকুর থেকে এ কে এম নুরুল আজম চৌধুরী (৭২) নামের এক মুক্তিযোদ্ধার গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাড়পাপাড়া উচ্চ বিদ্যালয়ের পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মুক্তিযোদ্ধা এ কে এম নুরুল আজম চৌধুরীর বাড়ি হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে।

রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন জাগো নিউজকে বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুকুর থেকে গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তাকে জবাই করে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর তার পরিচয় পাওয়া গেছে। তিনি একজন মুক্তিযোদ্ধা।’

তিনি আরও বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার মোটিভ এখনো পরিষ্কার নয়। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।’

আবু আজাদ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।