ফায়ার সার্ভিসের ২২ ইউনিটের চেষ্টায় বনানীর আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪০ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০২০

নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনি বস্তির আগুন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানিয়েছে, ২২টি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় ভোর ৫টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটায় এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. ফরহাদুল আলম শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে জাগো নিউজকে আগুন নিয়ন্ত্রণের তথ্যটি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটায় এ আগুনের সূত্রপাত হয়। প্রথমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। এরপর আরও ৪টি ইউনিট যুক্ত হয়। মোট ২২টি ইউনিটের টানা ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন পুরোপুরি নির্বাপণ হলেও এ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি।

এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।