ঢাবি উপাচার্যের সঙ্গে ফিলিস্তিনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ


প্রকাশিত: ০২:৪৬ পিএম, ০৬ অক্টোবর ২০১৫
ফাইল ছবি

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইউসেফ এস. ওয়াই. রামাদান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে ফিলিস্তিনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইউসেফ এস. ওয়াই. রামাদান বলেন, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী আগামী মাসের কোনো এক সময় বাংলাদেশ সফর করবেন এবং তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের উদ্দেশে বক্তৃতা প্রদান করতে আগ্রহী। ফিলিস্তিনের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. আরেফিন সিদ্দিকের সাহায্য ও সহযোগিতা চান।

উপাচার্য ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা আয়োজনের আশ্বাস প্রদান করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের ছাত্র-ছাত্রীদের জন্য আসন সংখ্যা বৃদ্ধির সম্ভাব্যতা নিয়েও তারা মতবিনিময় করেন এবং এ ব্যাপারেও উপাচার্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।