চৌদ্দগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যানের ইন্তেকাল
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. নুরুল ইসলাম হাজারী (৬৬) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে....রাজিউন)।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৩টা ১৫ মিনিটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ এবং সর্বশেষ তিনি চৌদ্দগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চৌদ্দগ্রাম আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক।
এছাড়া তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও মহিলা ভাইস চেয়াম্যন রাশেদা আখতার, আওয়ামী লীগ নেতা আলী হোসেন চেয়ারম্যান, শাহ আলাম বাঙ্গালী, আক্তার হোসেন পাটোয়ারী, জিএম মীর হোসেন মীরু, পৌর মেয়র মিজানুর রহমানসহ দলের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। নুরুল ইসলাম হাজারীর পারিবারিক সূত্র জানায়, সিঙ্গাপুর থেকে মরদেহ দেশে আসার পর তার দাফন ও নামাজে জানাজার সময় নির্ধারণ করা হবে।
কামাল উদ্দিন/এমএএস/আরআইপি