বাংলাদেশে চীনা নাগরিক ও কোম্পানির জন্য দূতাবাসের নির্দেশনা
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৮ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২০
প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে অবস্থানরত চীনের নাগরিকদের আপাতত স্বদেশে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বাংলাদেশে কর্মরত চীনের কোম্পানিগুলো যেন স্বদেশ থেকে কর্মী নিয়োগে বিরত থাকে, সে নির্দেশনাও দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শক্রমে এ নির্দেশনা জারি করে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ খবর জানিয়েছেন।
বাংলাদেশ দূতাবাসের নির্দেশনায় বলা হয়, বাংলাদেশ-চীন রুটে চলাচলকারী সব এয়ারলাইন্সের ফ্লাইটে যেন চীনের স্বাস্থ্য প্রশাসনের এ সংক্রান্ত ‘ক্লিয়ারেন্স’ বাধ্যতামূলক করা হয়। চীন থেকে বৈধ ভিসাসহ বাংলাদেশে গমনেচ্ছু সবাই যেন এ ক্লিয়ারেন্স দেখানোর পরই ভ্রমণের অনুমতি পায়।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়ানোর পর এখন পর্যন্ত দেশটিতে এবং এর বাইরে ৫৬৪ জনের মৃত্যু হয়েছে।
বিশ্বের অনেক দেশই ভাইরাসের প্রকোপ ঠেকাতে চীন থেকে আগতদের অন-অ্যারাইভাল ভিসা, এমনকি কিছু দেশ সব ধরনের ভিসা দেয়াও বন্ধ করে দিয়েছে। বেশিরভাগ এয়ারলাইন্স কোম্পানিগুলো চীনগামী ফ্লাইট বন্ধ করে দিয়েছে। করোনাভাইরাসের কারণে বিশ্ব থেকে একপ্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে চীন।
এই পরিস্থিতিতে মানুষ থেকে মানুষে সংক্রমণের এ ভাইরাস ঠেকাতে বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস এমন নির্দেশনা জারি করল।
জেপি/এইচএ/পিআর