‘মৈত্রী এক্সপ্রেস’ সপ্তাহে চলবে ৫ দিন, ‘বন্ধন’ ২ দিন

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৯ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২০

ভারত এবং বাংলাদেশের মধ্যে চলাচলকারী দুটি ট্রেন মৈত্রী এবং বন্ধনের ট্রিপ সংখ্যা বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মৈত্রী এক্সপ্রেস সপ্তাহে চারদিনের পরিবর্তে পাঁচদিন চলাচল করবে। একইসঙ্গে বন্ধন এক্সপ্রেস সপ্তাহে একদিনের পরিবর্তে দুই দিন যাতায়াত করবে।

দু’দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়াতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

মৈত্রী ট্রেনের এই বর্ধিত পরিষেবা শুরু হবে ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে। এদিন ঢাকা থেকে ট্রেনটি কলকাতা যাবে। ১২ ফেব্রুয়ারি এটি কলকাতা থেকে আবার ঢাকা আসবে।

বন্ধন এক্সপ্রেসের অতিরিক্ত ট্রিপটি শুরু হবে ১২ ফেব্রুয়ারি (রোববার) থেকে। এদিন এটি কলকাতা থেকে যাত্রা শুরু করে খুলনায় ফিরবে।

বর্তমানে মৈত্রী এক্সপ্রেস শুক্র, শনি, রবি ও বুধবার ঢাকা ক্যান্টমেন্ট থেকে কলকাতার উদ্দেশে যাত্রা শুরু করে। নতুন নিয়মে ট্রেনটি শুক্র, শনি, রবি, মঙ্গল ও বুধবার একই রুটে যাতায়াত করবে। একইভাবে ট্রেনটি কলকতা থেকে শুক্র, শনি, সোম ও মঙ্গলবার কলকাতা থেকে ঢাকার উদ্দেশে চলাচল করে। বিদ্যমান এই ট্রিপের সঙ্গে বুধবারও মৈত্রী ট্রেন কলকাতা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

বর্তমানে কলকাতা এবং খুলনা থেকে শুধু বৃহস্পতিবার বন্ধন এক্সপ্রেস ছাড়া হয়। নতুন ট্রিপটি রোববার কলকাতা এবং খুলনা থেকে যাতায়াত করবে।

জেপি/জেএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।