শিক্ষকদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী


প্রকাশিত: ১১:৩৬ এএম, ০৬ অক্টোবর ২০১৫

অষ্টম বেতন কাঠামোর বৈষম্য দূরীকরণে আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার বিকেল ৩টার কিছু পরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকটি শুরু হয়।

শিক্ষকদের পক্ষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ নেতৃত্ব দিচ্ছেন। ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালও উপস্থিত রয়েছেন।

অষ্টম বেতন কাঠামো প্রণয়ন প্রক্রিয়া চলমান থাকার সময়েই এর বিভিন্ন দিক নিয়ে আন্দোলন শুরু করেন সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা।

এর আগে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাদ দিয়েই ৭ সেপ্টেম্বর অষ্টম বেতন কাঠামো অনুমোদন দেয় মন্ত্রিসভা। এরপর শিক্ষকদের আন্দোলনে  উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়গুলো। কর্মবিরতিসহ নানা কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে যেতে থাকেন শিক্ষকরা।

ইতোমধ্যে শিক্ষকরা অনানুষ্ঠানিকভাবে কয়েক দফা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসলেও সেখানে সমঝোতা হয়নি।

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।