আওয়ামী লীগ নেতার অগ্রগতি প্রতিবেদন চায় ট্রাইব্যুনাল
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের লাখাই উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা লিয়াকত আলীর বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ নভেম্বর দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার শুনানি শেষে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
এসময় ট্রাইব্যুনালে শুনানি করেন- প্রসিকিউটর সুলতানা রেজিয়া পারভীন চমন। তার আগে আদালতে তিনি সময় আবেদন করেন। পরে মামলার অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ নভেম্বর দিন নির্ধারণ করেন।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে লিয়াকত আলীর বিরুদ্ধে হত্যা, লুটপাট ও আটক
করে নির্যাতনের মোট দুটি অভিযোগ রয়েছে। তবে তদন্ত শেষে লিয়াকত আলীর
বিরুদ্ধে অভিযোগ সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন মামলার তদন্ত কর্মকর্তারা।
এফএইচ/এসএইচএস/আরআইপি