প্রভাবশালী মুসলিমদের তালিকায় দুই বাংলাদেশি যুদ্ধাপরাধী


প্রকাশিত: ০৯:১৫ এএম, ০৬ অক্টোবর ২০১৫

বিশ্বের ৫শ’ প্রভাবশালী মুসলিম ব্যক্তির তালিকায় নাম এসেছে বাংলাদেশের দুই যুদ্ধাপরাধীর। তারা হলেন- মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত জামায়াতের দুই নেতা- মতিউর রহমান নিজামী ও দেলাওয়ার হোসাইন সাঈদী।

জর্ডানের রাজধানী আম্মানের ‘দ্য রয়্যাল ইসলামিক স্ট্রাটেজিক স্টাডিজ সেন্টার’ নামে একটি সংস্থার ওয়েব সাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

যদিও সেই তালিকায় বিশ্বের ৫শ’ জন প্রভাবশালী মুসলিম ব্যক্তির মধ্যে স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনূস। তবে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর নাম রাখা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগে। আর একই অপরাধে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর নাম রাখা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামিম মোহাম্মাদ আফজালের নামের আগে।

Muslimsতালিকায় ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেনের নামও রয়েছে।

ইসলামি চিন্তাবিদ হিসেবে তালিকায় স্থান পেয়েছেন- জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী ও ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক শামিম মোহাম্মাদ আফজাল।

সমাজসেবা ক্যাটাগরিতে নোবেল জয়ী একমাত্র বাংলাদেশি ড. ইউনূস ও ব্রাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হোসেন আবেদ এবং মানবাধিকার কর্মী ড. হামিদা হোসেনের নাম রয়েছে।

জর্ডানের এই সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশে রাজনীতি, বাণিজ্য, সমাজসেবা, কলা-সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে যুগান্তকারী অবদানের জন্য মুসলমান সম্প্রদায়ের বাছাই করা ব্যক্তিদের নিয়ে প্রতিবছর এই তালিকা প্রস্তুত করে।

এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।