চীন ফেরত বাংলাদেশিরা ভালো আছেন
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২০
ভয়াবহ করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চীনের উহান থেকে ফেরত আসা সকল বাংলাদেশিই সুস্থ আছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে গতকাল (শনিবার) ৩১২ জন বাংলাদেশি নাগরিক চীন থেকে দেশে ফিরে আসেন। ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ১০০ ডিগ্রি ফারেনহাইটের বেশি জ্বর থাকায় সাতজনকে সরকারি কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও একজন সন্তানসম্ভবা গৃহবধূকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পাঠানো হয়েছে। গৃহবধূর সঙ্গে তার স্বামী ও শিশু সন্তান রয়েছে। অবশিষ্ট ৩০২ জনকে রাজধানীর দক্ষিণ খানের আশকোনা হজ ক্যাম্পে কোয়ারান্টাইনে রাখা হয়েছে।
চীন ফেরত বাংলাদেশিদের শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে রোববার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এসব কথা জানান রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও করোনাভাইরাস প্রতিরোধে গঠিত বিশেষজ্ঞ দলের উপদেষ্টা ডা. মুশতাক হোসেন।
তিনি জানান, কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন সাতজনের শারীরিক অবস্থা স্থিতিশীল। আগের চেয়ে একটু উন্নতি হয়েছে। গতকালই তাদের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এছাড়া আরেকজন গৃহবধূ (গর্ভবতী) নিজের ইচ্ছেতে সিএমএইচে গেছেন। তার সঙ্গে তার স্বামী ও শিশু সন্তান রয়েছে। তিনিও ভাল আছেন। আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে থাকা ৩০২ জন সুস্থ আছেন। জ্বরে বা অন্য কোনো রোগে আক্রান্ত হওয়ার কথা তাদের কেউ এখনো মেডিকেল টিমের কাছে জানাননি।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি সকাল ১০টা পর্যন্ত চীন থেকে মোট পাঁচ হাজার ৫৪৬ চীনা নাগরিক ও বাংলাদেশি দেশে ফিরেছেন। এর মধ্যে শনিবার (১ ফেব্রুয়ারি) চীনের উহান প্রদেশ থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন ৩১২ বাংলাদেশি।
এদিকে, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে চীনের নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসা দেয়া সাময়িক বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ।
গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উহানে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়। এরপর থেকে চীনে মাহামারি আকার ধারণ করা এই ভাইরাস। এখন পর্যন্ত অন্তত ৩০৪ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে চিকিৎসাধীন রয়েছেন আরও কমপক্ষে ১৪ হাজার ৫৫১ জন।
ক্রমেই এ ভাইরাস ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী। চীনের গণ্ডি পেরিয়ে বিশ্বের ২৭টি দেশে ছড়িয়ে পড়া এই ভাইরাসে এখন পর্যন্ত ১৩০ জন রোগী শনাক্ত করা হয়েছে। প্রতিবেশী দেশ ভারতেও দু'জন রোগী শনাক্ত হয়েছে। নিউজিল্যান্ড, হংকং ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ চীন ফেরত বিদেশি নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে।
এমইউ/এফআর/এমএস