পাটের ব্যাগ ব্যবহার না করলে লাইসেন্স বাতিল


প্রকাশিত: ০৭:০৩ এএম, ০৬ অক্টোবর ২০১৫

ধান, চাল, চিনি, গম, ভুট্টা ও সার বাজারজাত করতে মোড়কীকরণে পাটের তৈরি ব্যাগ ব্যবহার না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল এবং জরিমানা করা হবে বলে  জানিয়েছে সরকার ।

এ ব্যাপারে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রি মির্জা আজম বলেন, পণ্যের মোড়কীকরণে বাধ্যতামূলক পাটের ব্যবহার আইন রয়েছে। কিন্তু বর্তমানে পাটশিল্প ধ্বংসের পথে, পাটকলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আইনটি বাস্তবায়ন করতে পারলে এ অবস্থা থেকে আমরা উত্তরণ ঘটাতে পারব।

বস্ত্র ও পাট মন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিক বলেন, আইনটি ২০১০ সালে করা হলেও ২০১৪ সাল থেকে কার্যকর ঘোষণা করা হয়। কিন্তু এখনো আইনটি বাস্তবায়ন করা যায়নি।

এ আইনটি সারাদেশে একসঙ্গে বাস্তবায়নের জন্য কাজ করছেন বলেও জানান তিনি।

এসএ/এসএইচএস/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।