কুষ্টিয়ায় যুবলীগ নেতা গুলিবিদ্ধ : আটক ১


প্রকাশিত: ০৬:৫০ এএম, ০৬ অক্টোবর ২০১৫

কুষ্টিয়া জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবি দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। সোমবার রাতে শহরের পিয়ারাতলায় এ ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা ধাওয়া করে তুহিন নামে এক যুবককে আটক করেছেন।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবি পিয়ারাতলায় অবস্থিত শ্বশুর বাড়িতে ঢোকার সময় পেছন থেকে মোটরসাইকেল যোগে ২ জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় দুর্বৃত্তদের ছোড়া গুলি হাবির হাত ও পেটে লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

এ ঘটনায় স্থানীয়রা গুলির শব্দ শুনে ছুটে আসলে দুর্বৃত্তরা পালানোর সময় তুহিন নামে এক যুবককে আটক করেন। পরে স্থানীয়রা হাবিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

জেলা যুবলীগের আহ্বায়ক রবিউল ইসলাম জাগো নিউজকে জানান, যারাই এই কাণ্ড ঘটিয়ে থাকুক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জাগো নিউজকে জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। খুব শীঘ্রই জড়িতদের আইনের আওতায় আনা যাবে।

আল-মামুন সাগর/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।