মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৭ পিএম, ৩০ জানুয়ারি ২০২০
ফাইল ছবি

শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার মধ্যরাত থেকে ঢাকার রাস্তায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

অপরদিকে শুক্রবার দিবাগত মধ্যরাত ১২টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বেবি ট্যাক্সি/অটো রিকশা, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পু, অন্যান্য যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা রোববার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।

ইতোমধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে যান চলাচলের উপর বিধি-নিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরএমএম/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।