মিনায় বাংলাদেশি নিহতের সংখ্যা বেড়ে ৫১


প্রকাশিত: ০৪:২১ পিএম, ০৫ অক্টোবর ২০১৫
ফাইল ছবি

সৌদি আরবের মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের সময় পদদলনের ঘটনায় নিহত ৭৬৯ জনের মধ্যে এখন পর্যন্ত নিহত ৫১ বাংলাদেশি হাজিকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। সোমবার গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

গোলাম মসীহ জানান, এই ঘটনায় নিহত বাংলাদেশি হাজিদের সংখ্যা আরো বাড়তে পারে কারণ এখনো প্রায় ১৩০ জন হাজি নিখোঁজ রয়েছেন।

রাষ্ট্রদূত আরো জানান, হাজিদের মরদেহ মক্কার মাইসাম হাসপাতালে রাখা হয়েছে। নিহতদের আরো কিছু ছবি প্রকাশ করার কথা রয়েছে সৌদি কর্তৃপক্ষের।

এর আগে বাংলাদেশের হজ মিশনের কর্মকর্তারা ৯৮ জন নিখোঁজের কথা জানিয়েছিলেন। রাষ্ট্রদূত এখন এই সংখ্যা ১৩০ বলে জানান। তবে এখন পর্যন্ত বাংলাদেশ কর্তৃপক্ষ নিহতদের নাম ঠিক জানাতে পারেনি।

এদিকে, সৌদি কর্তৃপক্ষ মরদেহ উদ্ধারের পর ছবি ও আঙ্গুলের ছাপ সংগ্রহ করে এবং তাদের শনাক্ত করার জন্য ছবি প্রকাশ করে। ওই ছবির সঙ্গে মিলিয়েই বাংলাদেশিদের শনাক্ত করার কাজ শুরু করেন হজ কর্মকর্তা ও এজেন্সিগুলো।

এসকেডি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।