আনসার আল ইসলামের প্রশিক্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ২৮ জানুয়ারি ২০২০
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের প্রশিক্ষক ও দাওয়াতী শাখার প্রধানকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল (সিটিটিসি) ইউনিট।

গ্রেফতার ব্যক্তির নাম মোহাম্মদ ওমর ফারুক ওরফে আফসার ওরফে ফরহাদ (৩০)। সোমবার রাতে গ্রেফতারের পর মঙ্গলবার ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারের সময় তার ব্যবহৃত একটি ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সিটিটিসি জানায়, ওমর ফারুক আনসার আল ইসলাম জঙ্গি সংগঠনের অন্যতম নীতি নির্ধারক। তিনি ২০১৯ সালের যাত্রাবাড়ী থানার একটি মামলার পলাতক আসামি। ওমর ফারুক জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দাওয়াতী শাখার প্রধান ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সংগঠনের অন্য সদস্যদের শারীরিক ও মানসিক প্রশিক্ষণ দিতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে আরও জানা যায়, ২০১৪ সালে ওমর ফারুক আনসার আল ইসলামের সদস্য হন। তার সঙ্গে চাকরিচ্যুত মেজর জিয়ার ঘনিষ্ট যোগাযোগ ছিল। তিনি ঢাকা ও চট্টগ্রামে আনসার আল ইসলামের প্রায় অর্ধশত সদস্যকে প্রশিক্ষণ দিয়েছেন।

এআর/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।