দেশে ফিরেছে ১১ হাজার হাজি


প্রকাশিত: ০২:১০ পিএম, ০৫ অক্টোবর ২০১৫
ফাইল ছবি

পবিত্র হজ শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এ পর্যন্ত ১১ হাজার হাজি দেশে ফিরেছে। আর হাজিদের ফেরত আনতে এ পর্যন্ত ২৮ টি ফ্লাইট অংশ নিয়েছে। সোমবার দুপুরে বাংলাদেশ বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিমান বাংলাদেশের জনসংযোগ শাখার সহকারী ব্যবস্থাপক তাছমিন আকতার জানান, হজ কার্যক্রম শেষে হাজিদের নির্বিঘ্নে দেশ ফেরাতে মক্কা ও মদীনায় কর্মরত বিমানের সকল জনবলকে জেদ্দা বিমানবন্দরে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে। অপারেশন কার্যক্রকে গতিশীল করতে  ইতোমধ্যে ঢাকা থেকে একজন জিএমকে সৌদিতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে এ বছর সরকারী ব্যবস্থাপনায় দুই হাজার সাতশ ৪২ হজ-যাত্রীসহ মোট এক লাখ সাত হাজার দুইশ ৯০ জন হজযাত্রী হজ পালন করতে সৌদি আরব গেছেন। ১৬ আগষ্ট বিমান বাংলদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট কার্যক্রম হয়।

আরএম/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।