শিক্ষামন্ত্রীর পিএসের চুরি হওয়া প্রাইভেটকার রূপগঞ্জে উদ্ধার
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের একান্ত সচিব (পিএস) আব্দুল আউয়ালের চুরি হওয়া প্রাইভেটকার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকন্দাইল হাট এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে পরিত্যাক্ত অবস্থায় প্রাইভেটকারটি উদ্ধার করে বিয়ানীবাজার থানা পুলিশ।
বিয়ানীবাজার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান জানান, সিলেটের বিয়ানীবাজার থানার চন্দা এলাকা থেকে ১০ সেপ্টেম্বর রাতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পিএস আব্দুল আউয়ালের ব্যবহৃত করুনা টয়োটা কোম্পানির প্রাইভেটকারটি চুরি করে সংঘবদ্ধ এক দল চোর।এ ঘটনায় গত ২০ সেপ্টেম্বর বিয়ানীবাজার থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়।
তিনি আরো জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল হাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় চুরি হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। চুরির ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
মীর আব্দুল আলীম/এআরএ/আরআইপি