পর্তুগালের বিপক্ষে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা


প্রকাশিত: ০১:৩০ পিএম, ২৮ অক্টোবর ২০১৪

আগামী ১২ নভেম্বর লন্ডনের ওয়েস্টহ্যাম ইউনাইটেডের আপটন পার্ক স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর ১৮ নভেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডের ওল্ড ট্রাফোর্ডে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের মুখোমুখি হবেন মেসি-আগুয়েরোরা।

আসন্ন দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে ২৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ জেরার্ডো মার্টিনো। অবশ্য এবার তিন বছর পর আর্জেন্টিনার দলে ডাক পেয়েছেন কার্লোস তেভেজ।

এদিকে, ব্রাজিলের কাছে ২-১ গোলে হেরে অনেকটা বিষাদেই রয়েছে আর্জেন্টিনা। সেই ম্যাচে যেমন ছিল নেইমার-মেসির লড়াই তেমনি আগামী মাসে সেই লড়াইটা হবে মেসি বনাম রোনালদোর।

১৮ নভেম্বর পর্তুগাল-আর্জেন্টিনার উত্তেজনাপূর্ণ ম্যাচটি দেখতে মুখিয়ে রয়েছেন ফুটবলপ্রেমীরা।

আর্জেন্টিনার স্কোয়াড :

গোলরক্ষক : নাউয়েল গুজম্যান,  উইলফ্রেদো কাবালেরো এবং সার্জিও রোমেরো।

ডিফেন্ডার : নিকোলাস ওতামেন্দি, ক্রিস্টিয়ান আনসালদি, পাবলো জাবালেতা, ফেদেরিকো ফাসিও, ফেদেরিকো ফের্নান্দেস, এসেকিয়েল গারাই, ফাকুন্দা রোনকাগ্লিয়া, মার্কোস রোহো ও মার্টিন ডেমিচেলিস।

মিডফিল্ডার : এরিক লামেলা, হাভিয়ের পাস্তোরে, এনসো পেরেজ, নিকোলাস গাইতান, হাভিয়ের মাসচেরানো, এভের বানেগা, রবার্তো পেরেইরা, লুকাস বিগলিয়া ও অ্যাঙ্গেল ডি মারিয়া ।

ফরোয়ার্ড : গঞ্জালো হিগুয়েন, সার্জিও আগুয়েরো, কার্লোস তেভেজ ও লিওনেল মেসি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।