জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলার যুদ্ধে প্রধানমন্ত্রী : আনিসুল


প্রকাশিত: ১২:৪০ পিএম, ০৫ অক্টোবর ২০১৫

বিশ্বে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলার যুদ্ধে নেমেছেন প্রধানমন্ত্রী  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক এ কথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন।

আনিসুল হক বলেন, বিশ্লেষকরা যখন বলছেন ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের শতকরা ১৭ ভাগ ভূমি ডুবে যাবে, এক কোটি মানুষ খরায় ক্ষতিগ্রস্থ হবে। এমন ঝুঁকি মোকাবেলায় বিশ্বজুড়ে যুদ্ধে নেমেছেন প্রধানমন্ত্রী।

প্রদানমন্ত্রীকে উদ্দেশ করে মেয়র বলেন, আপনি (শেখ হাসিনা) আজ বিশ্ব পরিবেশ বন্ধু। টেকসই বাংলাদেশ তৈরি হচ্ছে আপনার নেতৃত্বেই। ১৬ কোটি মানুষের আজ আর খাবারের চিন্তা নেই।

তিনি আরো বলেন, এভাবে চলতে থাকলে গোটা বাংলাদেশ সবুজের নগরীতে পরিণত হবে। তবে সবুজের নগরী ধরে রাখাই আগামীর চ্যালেঞ্জ হবে। এ সময় তিনি পরিচ্ছন্ন সবুজায়নের জন্য প্রতিবছর একজন করে সবুজ মানুষ নির্বাচন করার ঘোষণা দেন।  

অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র সাঈদ খোকনসহ সরকারের সরকার ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এএসএস/এমএম/জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।