হিজলায় মহিলা দলের সভাপতির বাড়িতে হামলা
বরিশালের হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন মহিলা দলের সভাপতি রাশিদা বেগমের বাড়িতে হামলা-ভাঙচুর করেছে প্রতিপক্ষরা। এ সময় হামলকারীরা রাশিদা বেগমের ঘরের আসবাবপত্র তছনছ এবং তার দুই ছেলে সাইফুল ও নোমানকে বেদম মারপিট করা হয়।
সোমবার বেলা ১১টার দিকে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার মাদ্রার তর কুসুরিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
হামলকারীরা রাশিদা বেগমের ঘরের আসবাবপত্র তছনছ এবং তার দুই ছেলে সাইফুল ও নোমানকে বেদম পিটিয়ে আহত করেছে।
রাশিদা বেগমের ছেলে সাইফুর রহমান জানান, পাঁচ একর জমি নিয়ে প্রতিবেশি চাঁন শরীফের সঙ্গে তাদের পূর্ব বিরোধ চলছে। উপজেলা ভূমি অফিসে আপত্তি জানানো হলে ভূমি অফিসের কর্মকর্তারা আজ সরেজমিনে তদন্তে আসেন। এতে ক্ষিপ্ত হয় প্রতিপক্ষরা। তদন্তকারী দল চলে যাওয়ার পর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন দফাদারের নেতৃত্বে ৩০/৪০ জন রাশিদা বেগমের ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও তার দুই ছেলেকে পিটিয়ে জখম করে।
আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন দফাদার জানান, বিরোধীয় জমির সীমানা নির্ধারণের জন্য ভূমি অফিস থেকে সার্ভেয়ার গেলে তিনিও ঘটনাস্থলে যান। এ নিয়ে পরে দুইপক্ষের মধ্যে মারামারি হয়েছে বলে শুনেছি। তবে মারামারির সঙ্গে তিনি জড়িত ছিলেন না।
হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, গৌরবদী ইউনিয়নে এক ইউপি সদস্যার বাড়িতে প্রতিপক্ষরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে শুনেছি। এ পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সাইফ আমীন/এআরএ/আরআইপি