মেডিকেল ভর্তিচ্ছুদের নতুন কর্মসূচি


প্রকাশিত: ১১:৫৭ এএম, ০৫ অক্টোবর ২০১৫
ফাইল ছবি

প্রশ্নফাঁসের অভিযোগে মেডিকেল ভর্তি পরীক্ষায় পুনরায় নেয়ার দাবিতে চলমান আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। সোমবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয়ক খালেদ সায়ফুল্লাহ নতুন এ কর্মসূচি ঘোষণা করেন। এদিন বৃষ্টিতে ভিজেই আন্দোলন অব্যাহত রাখেন তারা।

নতুন কর্মসূচিত অনুযায়ী- মঙ্গলবার রাত ১২টার মধ্যে দাবি মেনে নেয়া না হলে বুধবার বিক্ষোভ কর্মসূচি পালন করবেন তারা। একই সঙ্গে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ধর্মঘট পালনেরও ঘোষণা দেয়া হবে। এদিকে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান আন্দোলনকারীরা। যদিও আন্দোলনের প্রায় ১৩ দিন অতিবাহিত হলেও কোন ধরনের ফল পাননি শিক্ষার্থীরা। যদিও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর সারাদেশের সব মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজসমূহের ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০ সেপ্টেম্বর পরীক্ষার ফলাফল ঘোষণা করা হলে পরদিন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনে আন্দোলন শুরু করেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

এদিকে পরীক্ষার ফল বাতিল করে পুনঃপরীক্ষার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হলেও তা আদালতে খারিজ হয়ে গেছে।

# প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিলেন শিক্ষার্থীরা
# প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিতে যাচ্ছে শিক্ষার্থীরা
# ফেসবুকে অফারের ছড়াছড়ি : মেডিকেল প্রশ্নপত্র ফাঁস!
# আসলেই কি ফাঁস হয়েছে মেডিকেল ভর্তির প্রশ্নপত্র!
# মেডিকেলের প্রশ্ন ফাঁস : ফেসবুকের তথ্য ঘাঁটছে গোয়েন্দারা
# মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস : ডাক্তারসহ আটক ৪
# প্রশ্নপত্র ফাঁস নিয়ে চিন্তিত মন্ত্রণালয়-অধিদফতর
# মেডিকেলের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।